• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‍‍‘রেফারি আমাদের প্রতি অবিচার করেছে’ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৯:৪৯ পিএম
‍‍‘রেফারি আমাদের প্রতি অবিচার করেছে’ 

জিতলেই স্বপ্নের ফাইনালে খেলত বাংলাদেশ। অথচ নেপালের বিপক্ষে ম্যাচে গোলের𝔉 লিড নিয়েও হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে দেখা গেছে বাজে রেফারিং। যার বলি হতে হয়েছে বাংলাদেশকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য এমনটাই বলেছেন বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেল🍒নে বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, &♛lsquo;রেফারি আমাদের প্রতি অবিচার করেছে। তিনি আনফেয়ার ছিলেন। আমি ভারত ম্যাচের পর থেকেই রেফারিং নিয়ে বলে আসছিলাম। আজ তার চূড়ান্ত রূপ দেখলাম।’

ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের গোলকিপারকে লাল কার্ড ও নেপালকে পেনাল্টি দিয়েছে রেফারি। তবে এই দুটি সিদ্বান্তই হয়েছে বাংলাদেশে🌱র বিপক্ষে। 

কোচ বলেন, ‘বক্সের বাইরে প্রথমে পায়ে বল লেগেছে জিꦅ꧙কোর। তারপর হাতে বল লেগেছে, তবে তা ইচ্ছেকৃত ছিল না। তা লাল কার্ড দেওয়ার মতো ছিল না। পেনাল্টির কথা আর কী বলব! এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। আরও বেশি কিছু বললে আমি এক বছরের জন্য নিষিদ্ধ হব।’

গত আগস্ট ম♊াসে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দশ জন নিয়ে ড্র করে। এই ড্রয়ের ফলে কিংসের বদলে মোহনবাগ🍬ান যায় পরবর্তী রাউন্ডে। দুইমাস পর জাতীয় দলেও একই রকম ঘটনার স্বাক্ষী হলেন বসুন্ধরা কিংসের সাবেক কোচ। 

এই দুই ঘটনা নিয়ে অস্কার ব্রুজন বললেন, ‘এগুলো বাংলাদেশের ফুটবলে চক্রান্ত ছাড়া আꦰর কিছু হতে পারে না। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস যেন উন্নত পর্যায়ে যেতে না পারে সে জন্যই এরকম সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রেও এমনটা ঘটল।’

Link copied!